ভৈরবে মোবাইলে রং নম্বরে পরিচয়, অতঃপর...
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোবাইলে রং নম্বরের সূত্র ধরে পরিচয়, পরে প্রেম। আর প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক গৃহবধূ।
ভৈরব শহরে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন ওই নারী। আট মাস আগে ওই নারীর ভৈরবের শিমুলকান্দি এলাকার মলি মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক মাস পর জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। পরে বাবাকে ঘটনা জানালে ওই নারী বাবার বাসায় ফিরে আসেন। এরপর আর স্বামীর বাড়ি যাননি তিনি।
বাবার বাসায় থাকা অবস্থায় তিন মাস আগে তার মোবাইলে একটি রং নাম্বারের ফোন আসে। ফোনটি করে আপন নামের এক যুবক।
তারপর ফেসবুকে ম্যাসেজ আদান-প্রদান ও মোবাইল ফোনের আলাপনে গভীর প্রেম হয়। দেখা-সাক্ষাৎ হয়। কথা হয় স্বামীকে তালাক দেয়ার পর তাকে সে বিয়ে করবে। এর মধ্যে তাদের মধ্যে অনৈতিক সম্পর্কও গড়ে ওঠে।
আপনের প্রতিশ্রুতি অনুযায়ী ৫ দিন আগে স্বামীকে তালাক দেয় ওই নারী। এখন বিয়ে করার পালা। কিন্তু প্রেমিক আপন উধাও। তার মোবাইল ফোনও বন্ধ। কোনো প্রকার যোগাযোগ করছে না প্রেমিক।
আপনের বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে অপমানিত হয়েছে ওই নারী। এমন কী নিজের মা-বাবার কাছেও ঠাঁই নেই তার। বাধ্য হয়েই থানায় অভিযোগ দেয় ওই নারী।
ভৈরব থানার এসআই মো. হুমায়ূন কবীর জানান, প্রেমিকার অভিযোগের প্রেক্ষিতে থানার ওসি ঘটনাটি তদন্ত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। অভিযোগ পেয়ে শনিবার রাতেই আমি প্রেমিকের বাড়িতে গিয়েছি কিন্তু তাকে পাইনি। ঘটনাটি উভয় পরিবারকে আমি জানিয়েছি। তারা নিজেরা বিষয়টি মীমাংসা করে নিলে ভালো হয়।
প্রেমিকের পরিবার বিষয়টি মীমাংসা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
