রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করলেন সাবেক ট্রেনচালক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত এক ট্রেনচালক।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাকশী রেলস্টেশনের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ঈশ্বরদীর রূপপুর গ্রামের কোরবান আলীর ছেলে অবসরপ্রাপ্ত রেল চালক আবদুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
আবদুল লতিফের স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।
