|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাট কারাগারে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আলাল শেখ (৫০)।
শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের বাসিন্দা।
গত ১৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ১৯ (১)৭(ক) আইনের মামলায় আলাল শেখ কারাগারে আসেন।
বাগেরহাট কারাগারের জেলার মো. মহিউদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে আলাল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত পৌনে ১০টার দিকে আলাল শেখ মারা যান।
