ক্যান্সারে মারা গেলেন পূবাইলের যুগান্তর প্রতিনিধির ভাতিজি
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের পূবাইলের যুগান্তর প্রতিনিধি মো. আখতার হোসেনের ভাতিজি আজমিরা ফেরদৌসি রিতা (৩৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে টঙ্গীর তিস্তার গেট এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা গেছে, আজমিরা ফেরদৌসি রিতা গত ৭-৮ মাস যাবৎ উত্তরার আহসানিয়া ক্যান্সার ও জেনারেল হাসপাতালে মরণ ব্যাধি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন প্রফেসর কামরুজ্জামানের অধীনে। বেশ কিছুদিন যাবৎ টঙ্গীর তিস্তার গেট এলাকার নিজ বাড়িতে ছিলেন।
সোমবার বাদএশা পারিবারিক মসজিদ-মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
