Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে বিয়ে করতে ব্যর্থ তরুণ-তরুণী, অতঃপর...

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩২ পিএম

বাঞ্ছারামপুরে বিয়ে করতে ব্যর্থ তরুণ-তরুণী, অতঃপর...

গভীর মন দেয়া-নেয়া চলছিল তরুণ-তরুণীর।  পরিবার মেনে না নেয়ায় গোপনে তরুণের নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামে আশ্রয় নেয় এই প্রেমিকজুটি।

নানার বাড়ির লোকজন ও তাদের প্রেমের বিয়ে মেনে নিতে রাজি নয়।  তাই বিয়ে করতে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে প্রেমিক যুগল।

সোমবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মুমূর্ষু অবস্থায় প্রেমিক নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সানন্দি গ্রামের জামাল মিয়ার ছেলে প্রেমিক শাহিন মিয়া (২৬)ও একই উপজেলার খিজিরকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে প্রেমিকা রত্না আক্তারকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও বাঞ্ছারামপুর সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের একটি জমিতে এলাকাবাসী একটি ছেলে ও মেয়েকে পড়ে থাকতে দেখে।  পরে তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।

সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, শাহিন মিয়ার সঙ্গে পাশের রত্না বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে গত এক বছর আগে।  ছেলের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় তারা রোববার শাহিনের নানার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের হানিফ মিয়ার বাড়িতে যান।  শাহিনের নানার বাড়ির লোকজন বিয়ের বিষয়ে রাজি না হওয়ায় সোমবার সকালে প্রেমিক-প্রেমিকা মায়ারামপুর গ্রামের পাশে জমিতে তারা একসঙ্গে বিষপান করে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল মামুন জানান, সকালে বিষপান করা অবস্থায় প্রেমিকযুগদের হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী।  তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।  এদের বাড়ি আড়াইহাজার উপজেলায়।

তরুণ তরুণী ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম