Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পর্শ হয়ে গাছে দাঁড়িয়েছিল মৃত স্কুলছাত্র!

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৮:৩০ এএম

বিদ্যুৎস্পর্শ হয়ে গাছে দাঁড়িয়েছিল মৃত স্কুলছাত্র!

পারভেজ শেখ। ছবি: যুগান্তর

যশোর অভয়নগর উপজেলায় নারিকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে পারভেজ শেখ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বিদ্যুতায়িত নারিকেলগাছের মাথায় ওঠার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শ হয়ে গাছের ওপর দাঁড়িয়ে থাকে ছেলেটি। এলাকাবাসী শুকনো একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারে আঘাত করলে স্কুলছাত্র পারভেজ শেখ গাছের তলায় এসে পড়ে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামের মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।  

পারভেজ শেখ উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও  সরদারপাড়ার শাহিন শেখের ছেলে।

এলাকাবাসী জানান, পারভেজ শেখ পার্শ্ববর্তী মদিনাবাগ এলাকার মাহবুর হুজুরের একটি নারিকেলগাছ পরিষ্কার করতে ওঠে।  বিদ্যুতের তারের কারণে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়।

এ অবস্থায় নারিকেলগাছের মাথায় ওঠার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শ হয়ে গাছের ওপর দাঁড়িয়ে থাকে পারভেজ। 

ঘটনাটি দেখার পর এলাকাবাসী শুকনো একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারে আঘাত করলে স্কুলছাত্র পারভেজ শেখ গাছের তলায় এসে পড়ে। দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, স্কুলছাত্রের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

যশোর নিহত অভয়নগর বিদ্যুৎস্পৃষ্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম