Logo
Logo
×

সারাদেশ

মসজিদে ইমামের পেছনে বসা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১০:৫৬ এএম

মসজিদে ইমামের পেছনে বসা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

সংঘর্ষ। প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদে ইমামের পেছনে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান, রিজিয়া আক্তার, কাশেম মিয়া ও আবু বকর মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত মনফর মিয়ার ছেলে জাহির মিয়া মসজিদে ইমামের পেছনে মুয়াজ্জিনের স্থানে নামাজ পড়তে চান। তখন অন্য মুসল্লিরা জানান, এতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে অসুবিধা হবে। মসজিদের ইমাম তাকে ওই স্থানে না বসার জন্য অনুরোধ করেন। 

কিন্তু জাহির মিয়া ইমামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. রফিক মিয়া ইমামের কথায় সায় দিলে জাহির ও তার ভাই রউফ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে উপস্থিত মুসল্লিগণ তাদের শান্ত করেন। জোহরের নামাজের পর রফিক মিয়াকে মারধর করেন জাহির মিয়ার পক্ষের লোকজন। 

এ সময় রফিক মিয়ার চিৎকারে তার ভাই, বোন, ভাতিজারা এগিয়ে এলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উল্লিখিত সংখ্যক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। 

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশারফ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

হবিগঞ্জ মসজিদ ইমাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম