Logo
Logo
×

সারাদেশ

ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৮:৫১ এএম

ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর

ভোলায় ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ’ নেতারা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন।

এ সময় বক্তব্য রাখেন- সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উদ্দিন, সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান প্রমুখ। 

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ভোলায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলাব্যাপী চারস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ ও জনতার সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় পাঁচ হাজার জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। 

তিনি আরও জানান, পরিস্থিতি এখন আগের চেয়ে স্বাভাবিক রয়েছে।

ভোলা সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম