ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৮:৫১ এএম
ভোলায় সর্বদলীয় মুসল্লি ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ’ নেতারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন।
এ সময় বক্তব্য রাখেন- সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উদ্দিন, সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ভোলায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলাব্যাপী চারস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ ও জনতার সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় পাঁচ হাজার জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি এখন আগের চেয়ে স্বাভাবিক রয়েছে।
