Logo
Logo
×

সারাদেশ

জামালপুর ডিসির সেই সাধনা বরখাস্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৫৯ এএম

জামালপুর ডিসির সেই সাধনা বরখাস্ত

জামালপুর ডিসির সেই সাধনা বরখাস্ত। ফাইল ছবি

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি মঙ্গলবার জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) যুগান্তরকে নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অফিস সহায়ক সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়ক সাধনার অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট বরখাস্ত করা হয়।

সাধনা জামালপুর ডিসি বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম