Logo
Logo
×

সারাদেশ

পুকুরপাড়ে পাওয়া গেল স্বাধীনতাযুদ্ধের স্থলমাইন ও গ্রেনেড

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০২:৪৫ এএম

পুকুরপাড়ে পাওয়া গেল স্বাধীনতাযুদ্ধের স্থলমাইন ও গ্রেনেড

বগুড়ার আদমদীঘি উপজেলায় শনিবার রাতে পুকুরপাড় থেকে উদ্ধারকৃত স্থলমাইন ও গ্রেনেড। ছবি: যুগান্তর

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় স্বাধীনতাযুদ্ধের ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই স্থলমাইন ও গ্রেনেড পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কয়েকজন শিশু উপজেলার রামপুর গ্রামের পুকুরপাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা ধানকাটার কাঁচি দিয়ে মাটি খুঁড়লে একে একে ছয়টি মাইন ও তিনটি গ্রেনেড বের হয়ে আসে। 

শিশুরা এসব নিয়ে খেলা করছিল। গ্রামের লোকজন টের পেয়ে আদমদীঘি থানায় খবর দেন এবং বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে রাখেন। 

বোমা উদ্ধারের খবরে উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে। 

পুলিশের ধারণা, বোমাগুলো স্বাধীনতাযুদ্ধের সময়কালের। বোমাগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে।

বগুড়া পুকুরপাড়া বোমা গ্রেনেড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম