Logo
Logo
×

সারাদেশ

ভোলার সংঘর্ষে আরও এক আসামি গ্রেফতার

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০১:০২ পিএম

ভোলার সংঘর্ষে আরও এক আসামি গ্রেফতার

ভোলায় সংঘর্ষ। ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক ইস্যুতে হামলা ও সংঘর্ষের মামলায় ভিডিও ফুটেজে শনাক্ত করে আলামিন (২৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন বোরহানউদ্দিন কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক। 

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান,  গ্রেফতারকৃত আলামিনকে বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতার হয়েছে ৩ জন।

প্রসঙ্গত,  ভোলার বোরহানউদ্দিনে হিন্দু এক যুবকের হ্যাক করা ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে ‘ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট’  দেয়া কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনা ঘটে। 

সেখানে পুলিশের ওপর হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানার এসআই আজিজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে একটি মামলা করেন।

ভোলা বোরহানউদ্দিন সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম