Logo
Logo
×

সারাদেশ

নাগেশ্বরীর ধানক্ষেতে বিরল প্রজাতির বস্তাবন্দী বনরুই

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ১১:১০ পিএম

নাগেশ্বরীর ধানক্ষেতে বিরল প্রজাতির বস্তাবন্দী বনরুই

নাগেশ্বরীর ধানক্ষেত উদ্ধার বিরল প্রজাতির বনরুই

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার রাত ১০টায় বনরুইটি উদ্ধার করা হয়। শুক্রবার সেটি বনবিভাগে হস্তান্তর করে পুলিশ।

কচাকাটা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্রাণীটিকে বস্তাবন্দী অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার বেলা ১১টায় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে তা হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নাগেশ্বরী বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে এটাকে অবমুক্ত করা হবে।

বনরুই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম