Logo
Logo
×

সারাদেশ

জেএসসি পরীক্ষার একদিন আগেই বিয়ে!

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ১১:২১ পিএম

জেএসসি পরীক্ষার একদিন আগেই বিয়ে!

নাদিয়া আক্তার, বয়স ১৩। শনিবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই মধ্যে অভিভাবকরা ঠেলে দিচ্ছিল বাল্য বিয়ের দিকে। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায় বিয়েবাড়িতে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামে।

নাদিয়া ওই গ্রামের হামিদ খানের মেয়ে। সে এবার কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে প্রবেশ পত্রও হাতে পেয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নাদিয়ার নরসিংদী চৌঘরিয়া গ্রামের মোতালিবের ছেলে আল আমিনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের নিকট খবর আসে উপজেলার কলাগাছিয়া গ্রামে শুক্রবার একটি বাল্যবিয়ে হচ্ছে। এই খবরের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিয়েবাড়িতে গিয়ে মেয়ের অভিভাবকদের ডেকে উপজেলা পরিষদে নিয়ে আসেন।

এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের উপস্থিতিতে অভিভাবকরা মুচলেকা দেন এবং বিয়ে দিবে না বলে অঙ্গীকার করেন। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

এই সময় কলাগাছিয়া গ্রামের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, জেএসসি পরীক্ষার একদিন আগে বিয়ে দেয়ার ঘটনাটি মানুষের বিবেকে নাড়া দিয়েছে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম