সোনারগাঁওয়ে সাফিন স্মৃতি ডিগবল টুর্নামেন্টে ভবনাথপুর টাইগার ক্লাব জয়ী
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গত শনিবার রাতে শেষ হলো সাফিন স্মৃতি দিবা-রাত্রি ডিগবল টুর্নামেন্ট-২০১৯।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের মাধ্যমে শনিবার ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ভবনাথপুর টাইগার ক্লাব ও হাড়িয়া যুব সংঘ দল অংশ গ্রহণ করে। এতে ভবনাথপুর টাইগার ক্লাব ট্রাইব্রেকারে ৩-১ গোলে হাড়িয়া যুব সংঘকে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন খোকা।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জন কুমার সরকার, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের আয়োজক ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, মানবাধিকার নেত্রী জাহানারা বেগম, কাউন্সিলর শাহজালাল প্রমূখ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, খেলাধুলাই পারে শিশু কিশোর ও যুবকদের দ্রুত মানসিক বুদ্ধি বিকাশ ঘটাতে।
পাশাপাশি খেলাধুলা বিনোদনও যোগাতে পারে। আমি আশা করি সারা বছরই সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করবে উপজেলা ক্রীড়া সংস্থা।
সেই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। এদিকে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে অতিথিদের সামনে আতশবাজির মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে শেখ রাসেল স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা।
