ফতুল্লায় সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষিকার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৩:১৭ পিএম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা খানম (৪০) ইজিবাইক রিকশার ধাক্কায় নিহত হয়েছেন।
শুক্রবার রাতে পুলিশ লাইনের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পারাপার হওয়ার সময় ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ইজিবাইক রেখে পালিয়ে যায় চালক।
নিহত মাহমুদা খানম চাঁদপুর জেলার দক্ষিণ মতলবের মাহবুব আলমের স্ত্রী। তিনি সপরিবারে মাসদাইর এমএস টাওয়ারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইক রিকশার ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন মাহমুদা। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
