Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় জামাতাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শাশুড়ির

Icon

আমতলী প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১১:৪২ এএম

বরগুনায় জামাতাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শাশুড়ির

বিদ্যুৎস্পর্শে নিহত। প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে জামাতা নাসির সরদারকে বাঁচাতে গিয়ে শাশুড়ি খাদিজা বেগম (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় জামাতা ও তার স্বজন মহিন আহত হয়েছেন। বরগুনার আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসুগী গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত খাজিদা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সাতানী গ্রামের বারেক জোমাদ্দারের স্ত্রী।

স্থানীয়রা জানান, আমতলী পৌরসভার বাসুগী গ্রামের জামাতা নাসির সরদারের বাড়িতে গত ১৫ দিন আগে শাশুড়ি খাদিজা বেগম বেড়াতে আসেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জামাতা নাসির সরদার ঘরে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। জামাতার চিৎসারে শাশুড়ি খাদিজা বেগম এগিয়ে আসেন এবং তাকে রক্ষার চেষ্টা করেন। 

এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের রক্ষায় স্বজন মহিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। খবর পেয়ে আমতলী পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি খাদিজাকে মৃত ঘোষণা করেন। 

আমতলী উপজেলা পল্লী বিদ্যুৎ প্রকৌশলী জিয়া উদ্দিন তরফদার বলেন, অভ্যন্তরীণ দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছি। 
আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চিকিৎসকের মতামত ও পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা বিদ্যুৎস্পৃষ্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম