Logo
Logo
×

সারাদেশ

অবশেষে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০৪:৫১ এএম

অবশেষে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে পুরোদমে স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। চলছে লঞ্চ ও স্পিডবোট।

সোমবার সকাল থেকে ওই রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিআইডব্লিউটিসির ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুলবুলের প্রভাবে শনিবার উত্তাল হয়ে ওঠে পদ্মা। বন্ধ রাখা হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল। বিকালে ফেরি চলাচলও বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাতাসের গতি কমে এলে রোববার বিকালে দুটি ফেরি ছাড়া হয়।

সোমবার সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হয় নৌযান চলাচল।

ফেরি নৌযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম