Logo
Logo
×

সারাদেশ

প্রকাশ্যে ঘুষ চাইছেন আদালতের এই নারী সেরেস্তাদার, ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৫:৪০ এএম

প্রকাশ্যে ঘুষ চাইছেন আদালতের এই নারী সেরেস্তাদার, ভিডিও ভাইরাল

ছবি: ফেসবুক

প্রকাশ্যে ঘুষ চাইলেন আদালতের এক সেরেস্তাদার। ঘুষ না দিলে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। আর ঘুষের বিনিময়ে কাজ করে দেয়ার সেই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি নকল উঠাতে বরিশাল জজ আদালতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী সেরেস্তাদার তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়ে আবেদন করেছি। আপনাকে কেন এক হাজার টাকা দেব?’
 
তখন ওই নারী নকল উঠাতে আসা ব্যক্তিকে বলেন, ‘কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না, কাগজ পাবেন না। আপনে উকিল-‍মুহুরি লইয়া আহেন। আপনের লগে কোনো কথা নাই।’

জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ঘুষ দাবির ঘটনাটি ঘটেছে বরিশাল জজ আদালতে। ভিডিওতে ঘুষ দাবি করছিলেন ওই আদালতের এক নারী সেরেস্তাদার। তার নাম রেখা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পর বরিশালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

ভিডিওর নিচে মন্তব্যে অনেকেই লেখেছেন, ‘সামাজিক মাধ্যমের সুবিধা নিয়ে এদের এইভাবে ধরা উচিত। এছাড়া এরা কাবু হওয়ার নয়। কর্মক্ষেত্রে এমন অসাদুপন্থা যারাই অবলম্বন করবেন তাদের মুখোশ এভাবেই ফেসবুকে উন্মোচন করে দেয়া উচিত।’

আসাদুল ইসলাম আসাদ নামে একজন লিখেছেন, ‘ এটা বাংলাদেশের বিভিন্ন অফিসের স্বাভাবিক চিত্র বলে মনে করি। কেউ বাতি বন্ধ করে খায় আর কেউ জ্বালিয়ে খায়। এজন্য দেশ আজ রসাতলে। তবে দেশে সৎ ও ভালো কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। যাদের জন্য দেশ টিকে আছে। ’

এমন ভিডিও ভাইরালের বিষয়ে ওই নারী সেরেস্তাদারের কোনো বক্তব্য নেয়া যায়নি।

বরিশাল জজ কোর্টের সেরেস্তাদার রেখার ঘুষ বাণিজ্যের ভাইরাল ভিডিও দেখুন -

 

 

ঘুষ সেরাস্তাদার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম