Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ২ শতাধিক অসুস্থ

Icon

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৬:৫১ এএম

মুন্সীগঞ্জে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ২ শতাধিক অসুস্থ

মুন্সীগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ কয়েকজন হাসপাতালের বিছানায়। ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। 

রোববার সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। 

অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। রোববার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থ সবাই পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসেন।

জানা গেছে, সদর উপজেলার বাগেশ্বর দেওয়ান বাড়ি গ্রামের আসাবুদ্দিদের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের মধ্যে এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ে খাবার অসুস্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম