Logo
Logo
×

সারাদেশ

সেনবাগে ইঁদুর মারার ফাঁদে মারা গেলেন কৃষক

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১১:৫২ এএম

সেনবাগে ইঁদুর মারার ফাঁদে মারা গেলেন কৃষক

নোয়াখালীর সেনবাগে মাছ শিকার করতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে দুলাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতারপাইয়া ইউপির বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল ওই বাড়ির হরবান আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে বসন্তপুর গ্রামের হরবান আলীর ছেলে দুলাল হোসেন বাড়ির পাশে জমিতে মাছ শিকার করতে বের হন। তিনি পার্শ্ববর্তী টুকুন আলীর মিস্তির ছেলে দুলালের জমির সীমানায় যাওয়ামাত্রই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

সোমবার সকালে এলাকার লোকজন দুলালের লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সেনবাগ থানার এসআই  সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, ওই ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ হিসেবে চিকন তারে বিদ্যুতের সংযোগ দেয়া ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম