Logo
Logo
×

সারাদেশ

জমির সংক্রান্ত বিরোধ

দুই ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়ে রাতে বৃদ্ধা মায়ের ওপর হামলা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৯:৪৮ এএম

দুই ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়ে রাতে বৃদ্ধা মায়ের ওপর হামলা

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে জয়নব বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নব ওই গ্রামের লেবু মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোকলেছ গংদের সঙ্গে লেবু মিয়ার ছেলে গোলাম হকদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ বিষয়ে মামলা করা হলে লেবু মিয়ার দুই সন্তানকে গ্রেফতার করে পুলিশ। 

এ সুযোগে ওই মামলার বাদীপক্ষের লোকজন লেবু মিয়ার বাড়িতে রাতের আঁধারে হামলা চালায়। হামলার সময় এলোপাতাড়ি আঘাতে লেবু মিয়ার স্ত্রী বৃদ্ধ জয়নব ঘটনাস্থলেই নিহত হন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেরপুর জমি নিয়ে বিরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম