Logo
Logo
×

সারাদেশ

ঢাকা আরিচা মহাসড়কের ফলসটিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

ঢাকা আরিচা মহাসড়কের ফলসটিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৪

ঢাকা আরিচা মহাসড়কের ফলসটিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়া জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও বাসের এক যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। গুরুতর আহত কয়েকজনকে সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম