Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:০৩ এএম

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হারুন (২৫) নামে এক ইজিবাইকচালক খুন হয়েছেন। 

শনিবার রাত ১১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে। নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্টি গ্রামের ইমাম হোসেনের ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, হারুন ফতুল্লার শাসনগাঁও এলাকার গনি মিয়ার বাড়িতে স্ত্রী শারমিনকে নিয়ে ভাড়া থেকে একই এলাকার শরীফ মিয়ার ইজিবাইক ভাড়ায় চালাতেন।

বক্তাবলী ফেরিঘাটের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা ইজিবাইকচালক হারুনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে, আশা করি হত্যার রহস্য উদ্ঘাটন হবে।

ফতুল্লা নিহত যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম