টাঙ্গুয়ার হাওরে প্রজনন মৌসুমে হাওরে মাছ ধরা বন্ধ রাখার দাবি
যুগান্তর রিপোর্ট, তাহিরপুর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৪:৪২ পিএম
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ জীববৈচিত্র ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
|
ফলো করুন |
|
|---|---|
রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ জীববৈচিত্র ও ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টাঙ্গুয়ার হাওর তীরে পর্যবেক্ষণ টাওয়ার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
সভায় প্রজনন মৌসুমে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরা বন্ধ রেখে হাওর তীরবর্তী গ্রামের জেলেদের প্রণোদনা প্রদান, হাওরের সর্বত্র হাঁসের খামার নিষিদ্ধ করণ, হিজল –করচ গাছ কাঁটা বন্ধ করণ, হাওরের ভেতর দিয়ে কয়লা ও চুনাপাথরবাহী বিভিন্ন নৌ-যান চলাচল বন্ধকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা, উপজেলা প্রশাসনের দায়িত্বশীলরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও হাওর তীরবর্তী বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
