Logo
Logo
×

সারাদেশ

ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

যুগান্তর রিপোর্ট, ভোলা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৯ পিএম

ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলা আলী নগর বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে 'যুক্তি তর্কে বির্তক শক্তিশালী গণতন্ত্র' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলা সদর উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে দুটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতা হয়। 

প্রতিযোগিতার বিষয়বস্তু  নির্ধারণ করা হয় ‘মোবাইল ফোন বন্ধ করে নয়, প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে কিশোর-কিশোরীদের সমস্যা দূর করতে’। 

প্রতিযোগিতায় বির্তাকিকরা তাদের বিভন্ন যুক্তি তর্কের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন। প্রতিযেগিতায় তারা বক্তব্য উপস্থানারা মাধ্যমে জানায়, কিশোর-কিশোরীদের অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করার ফলে প্রযুক্তির সঙ্গে পরিচিতি হওয়ার ফলে নানা ধরনের সমস্যরা সম্মুখীন হচ্ছে। 

দেশে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহারের নিয়ম নেই। অথচ প্রায় শহর অঞ্চলের ৭৭ ভাগ শিশু  বিধিনিষেধ না মেনেই উৎসাহী কিছু শিশু-কিশোর ব্যবহার করছে আধুনিক প্রযুক্তির সব মোবাইল ফোন। 

স্কুল-কলেজ পড়ুয়া শিশুদের হাতে হাতে এখন মোবাইল সেট। ফলে রাত জেগে ফেসবুক ও ইউটিউব চালিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে অন্যদিকে পড়াশোনা ক্ষতি হচ্ছে বলে জানায়। তাই মোবাইল ফোন ব্যবহারের ওপর অভিভাবক রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে বক্তার মত প্রকাশ করেন।

অন্য পক্ষ বলেন, প্রযুক্তি বা মোবাইল ফোন নিয়ন্ত্রণ আনলেই সব সমস্যার সমাধান হবে না। প্রতিটি কিশোর-কিশোরীকে ভালো বন্ধের তফাৎ বুঝাতে হবে। প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী লাভ করেন। 

পক্ষ দলের সদস্যরা হলেন মো. রাফসান, মো. রাব্বি, বিবি আয়েশা ও ফারজানা আক্তার তুলি। 

বিপক্ষ দলের সদস্যরা হলেন, মনছুরা আক্তার, আল-অমিন, মো. মিরাজ, হাজেরা বেগম ইমা।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের এপিসি দেবাশীষ মজুমদার, আলী নগর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মামুন, রাশেদ উজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. ইউনুছ, উপজেলা টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, পিআর এডুকেটর রাব্বি, তামান্না প্রমুখ। 

ভোলা ক্লাব ভিত্তিক বির্তক প্রতিযোগিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম