Logo
Logo
×

সারাদেশ

বোমা ফাটিয়ে আতঙ্ক, ৩ স্বর্ণের দোকানে ডাকাতি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৪ এএম

বোমা ফাটিয়ে আতঙ্ক, ৩ স্বর্ণের দোকানে ডাকাতি

ফাইল ছবি

বরিশালে বোমা ফাটিয়ে তিনটি স্বর্ণের ও একটি মুদির দোকানে ডাকাতি হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে মুলাদী উপজেলার বাজারে এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে ওই উপজেলার মুলাদী বাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বাজারের ৩টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি করেছে একদল ডাকাত। 

এ সময় তিনটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান ওই পুলিশ সুপার।

স্বর্ণ বরিশাল ডাকাত বোমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম