Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ পিএম

ফরিদপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদ দিয়ে আতিয়ার শেখ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকার চান খন্দকারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আতিয়ার ওই গ্রামের মৃত ইমান শেখের ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে রয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। 

নিহতের বড় ভাই লুৎফর বলেন, বুধবার রাত ৯টার দিকে মমিনখাঁর হাট এলাকা হতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতিয়ার। পথে বাড়ির অদূরে তার পথরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের রুবেলসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে। 

পরে হামলাকারীরায় তাকে রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসে। আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইকে মৃত অবস্থায় পাই। 

এ ব্যাপারে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চোর সন্দেহে তাকে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চোর সন্দেহে পিটিয়ে হত্যা ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম