Logo
Logo
×

সারাদেশ

কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গোডুবি

Icon

বরিশার ব্যুরো

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০২:১২ এএম

কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গোডুবি

কীর্তনখোলায় ‘পূবালী-২’ নামের এক‌টি লঞ্চ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। ছবি: যুগান্তর

বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ‘হাজী মোহাম্মদ টুটু মিয়া’ নামে  কার্গোটি নদীতে ডুবে গেছে। 

এ ছাড়া এমভি শাহরুখ-২ নামে লঞ্চটির সামনের তলা ফেটে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দরসংলগ্ন কীর্তনখোলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ‘পূবালী-২’ নামে একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারে রয়েছে।

জানা যায়, ‘শাহরুখ-২’ নামে ওই যাত্রীবাহী লঞ্চটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে যেতে থাকা এমভি হাজী মো. দুদু মিয়া নামে কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার পর পরই কার্গোটি নদীতে ডুবে যায়।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ করা হচ্ছে। 

তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া লঞ্চটির তলা ফেটে গেছে।

এদিকে জানা গেছে, কার্গোটি নিয়ম না মেনে নদীর বাম দিকে চাপিয়ে চালাচ্ছিলেন চালক। অপরদিকে লঞ্চটি নদীতে বাঁক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চলছিল।

বরিশাল কার্গোডুবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম