Logo
Logo
×

সারাদেশ

কটিয়াদীতে মহামায়া গাছতলায় বিশাল সাপ! অতঃপর...

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

কটিয়াদীতে মহামায়া গাছতলায় বিশাল সাপ! অতঃপর...

কটিয়াদীতে মহামায়া গাছতলায় বিশাল সাপ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহামায়া গাছতলায় বেদীতে একটি সাপ দেখা গেছে। সাপটি দেখতে শত শত লোকজন ভিড় করছে।

হিন্দু ধর্মাবলম্বীগণ সাপটিকে মহামায়া দেবী মনে করে আশীর্বাদ নিতে দুধ, কলা, মাছ ও টাকা পয়সা দিয়ে যাচ্ছেন।

মহামায়া গাছতলার পরিচ্ছন্নতা কর্মী হিমেল দাস যুগান্তরকে বলেন, শনিবার সকালে আমি গাছতলা পরিষ্কার করতে এসে গাছের নিচে বেদীতে সাপটি দেখতে পাই। সারা দিন সাপটি বেদীতে এবং রোববার সাপটি দান বাক্সের কাছে ছিল। সোম ও মঙ্গলবার ২ দিন যাবত বেদী সংলগ্ন ওয়ালের পাশে একই স্থানে অবস্থান করছে।

৪ দিন যাবত মহামায়া গাছতলায় একটি সাপ অবস্থান করার খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ও আশীর্বাদ নিতে লোকজন ভিড় করছে বলে তিনি জানান।

মঙ্গলবার সন্ধ্যার পর সাপটির আশীর্বাদ নিতে আসা ভক্ত ইউনিয়ন সমাজসেবা কর্মী অনিমা রানী সাহা, গৃহবধূ বীথি সাহা, রিতা সাহা, হেপি ঘোষ, ব্যবসায়ী সজল সাহা ও অজয় বণিক জানান, আমরা মনে করছি মহামায়া দেবী সাপের রূপে এখানে এসেছে। আমরা দেবীর আশীর্বাদ নিতে এসেছি।

কিশোরগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম