Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জেলা নায়ক গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ পিএম

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জেলা নায়ক গ্রেফতার

গাইবান্ধা জেলা শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের জেলা নায়ক ও শীর্ষ জঙ্গি মো. আজমত আনছারীকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে শহরের পুরাতন জেলখানা মোড় থেকে গ্রেফতার করে র‌্যাব ১৩ এর একটি বিশেষ দল।
 
র‌্যাব-১৩ সূত্র জানায়, আজমত ২০০১ সালে আল্লাহর  দলের সঙ্গে জড়িত হন। তারপর থেকে গাইবান্ধা জেলায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার ও কর্মী সংগ্রহের কাজ করতে শুরু করেন। দলের জন্য চাঁদা সংগ্রহ করাও ছিল তার দায়িত্ব। 

২০০৬ সালে আজমত জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের হাতে  আটক হন ও সাজা ভোগ করেন। আজমত জবানবন্দীতে স্বীকার করেছেন, তিনি নতুন করে জঙ্গি তৎপরতা শুরু করার জন্য সাম্প্রতিককালে তার ইলেকট্রিক পার্টসের দোকানে সংগঠনের অন্য  সদস্যদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক করতেন।

গ্রেফতারকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি বিষয়ক বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক ও মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, আজমতের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাইবান্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম