Logo
Logo
×

সারাদেশ

হাজী দানেশের মেয়ে এমপি সুলতানা আর নেই

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:০৯ এএম

হাজী দানেশের মেয়ে এমপি সুলতানা আর নেই

এমপি সুলতানা রেজওয়ান চৌধুরী। ছবি: যুগান্তর

তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই।

বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। 

বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।

তেভাগা এমপি মৃত্যুূ সুলতানা রেজওয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম