Logo
Logo
×

সারাদেশ

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

Icon

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬ এএম

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

ফাইল ছবি

কক্সবাজারে মহেশখালী উপজেলায় অস্ত্র ও গুলিসহ সৈয়দ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার গভীর রাতে উপজেলার হোয়ানক পুইছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সৈয়দ মিয়া স্থানীয় আবুল কালামের ছেলে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, রোববার গভীর রাতে উপজেলার হোয়ানক পুইছড়া পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। 

পরে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের কিছু সদস্য পালিয়ে গেলেও সৈয়দ মিয়াকে আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিনটি কার্তুজ ও একটি গুলি রাখার ব্যাগ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

গ্রেফতার আটক অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম