ফেনীতে সড়কের পাশে পলিথিন ব্যাগে নবজাতকের লাশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৪:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনী সদর উপজেলার একটি সড়কের পাশে পড়ে থাকা পলিথিন ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকার ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলার গোন্দিপুর এলাকায় ফেনী-সোনাগাজী সড়কের পাশে পথচারীরা একটি কাপড়সহ পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে তা দেখার জন্য স্থানীয় কিছু উৎসুক লোককে দেখা যায়। একপর্যায়ে কিছু যুবক এগিয়ে গিয়ে পলিথিন ব্যাগের মুখ খুলেই একটি মৃত নবজাতকের লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে ফেনী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নবজাতকের ডিএনএ টেস্ট করতে নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।
