চুরি করে পালানোর সময় আ’লীগ নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৪:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার কুড়িনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
আটক খাজা আলমগীর হোসেন উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক এবং বানিয়াচং গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাড়াইল গ্রামের রহিম মিয়া নামের এক ব্যক্তি শ্যামগ্রাম বাজারে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় খাজা আলমগীরসহ দু’তিন জনের একটি গ্রুপ মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাধা দেয়। এ সময় তারা জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মোটরমালিক রহিম মিয়া পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন একদল পুলিশ নিয়ে কুড়িনাল এলাকা থেকে মোটরসাইকেলটিসহ তাকে আটক করে।
তিনি জানান, এ ঘটনায় রহিম মিয়া বাদী হয়ে খাজা আলমগীরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
