Logo
Logo
×

সারাদেশ

আজহারীকে একনজর দেখতে রাজবাড়ীতে হাজার হাজার মানুষের ভিড় (ভিডিও)

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ এএম

আজহারীকে একনজর দেখতে রাজবাড়ীতে হাজার হাজার মানুষের ভিড় (ভিডিও)

আজহারীকে একনজর দেখতে রাজবাড়ীতে হাজার হাজার জনতার ভিড়। ছবি-যুগান্তর

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মহেজউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে এক ওয়াজ মাহফিলে বয়ান করবেন হালের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। 

মাহফিলে যোগদানের আগে এদিন দুপুরে হেলিকপ্টারে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ 
ফকিরপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। 

এ সময় জনপ্রিয় এ বক্তাকে একনজর দেখার হাজার হাজার মানুষ ভিড় করেন। হেলিকপ্টার থেকে নামার পর তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন স্থানীয় জনতা।  

পরে সেখান থেকে মাইক্রোবাসে করে গোয়ালন্দ বাজারে যান আজহারী। সেখানে মসজিদে জোহর নামাজ আদায় শেষে বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মিয়ার বাড়িতে দুপুরের খাবার খান।

এর পর মাহফিলের উদ্দেশে চরমাধবদিয়ার দিকে যাত্রা করেন মিজানুর রহমান আজহারী।

 

আজহারী একনজর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম