নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৪২ এএম
নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রতিযোগীরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।
সহিহ ও মনমুগ্ধকর কোরআন তেলাওয়াতে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় ২১টি ইউনিয়ন ও পৌরসভাকে ৭টি ইউনিটে মাদ্রাসা, মাধ্যমিক ও উন্মুক্ত ক্যাটাগরিতে ভাগ করে ১৬ বৎসর পর্যন্ত যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আজ বৃহস্পতিবার শিশুদের কোরআন তেলাওয়াত আয়োজনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাওসার।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানে শিক্ষক, মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিন্টুসহ সংগঠনের সদস্যগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
