Logo
Logo
×

সারাদেশ

নারী বাউলের বিরুদ্ধে মামলা: ১ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪০ এএম

নারী বাউলের বিরুদ্ধে মামলা: ১ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ফাইল ছবি

পবিত্র গ্রন্থ আল কোরআনকে ব্যঙ্গবিদ্রূপ করে শিক্ষানবিস আইনজীবী নারী বাউল শিল্পী রিতা দেওয়ানের অকথ্য ভাষায় অশালীন মন্তব্য নিয়ে মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার বিশ্বাস ঘটনা তদন্তের জন্য কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।  

এর আগে গত সোমবার ঝিনাইদহে বিজ্ঞ আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শিক্ষানবিশ আইনজীবী ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা। এ মামলাটি আদালত আমলে নিয়ে আজ শুনানির দিন ধার্য করেন।

মামলার শুনানি পরিচালনা করেন ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিন্টু।

এ সময় মামলাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রায় ২০ আইনজীবী।

মামলার বাদী মিঠু মালিথা জানান, আল্লাহ ও পবিত্র গ্রন্থ আল কোরআনকে ব্যঙ্গবিদ্রূপ করে অকথ্য ভাষায় অশালীন মন্তব্য করায় বাউল গানের শিল্পী রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যে কারণে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমি মামলাটি করেছি।  

তিনি আশা করেন, ওই নারী বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন আদালত।   

 

কালীগঞ্জ মামলা নারী বাউল ধর্ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম