Logo
Logo
×

সারাদেশ

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষককে পেটাল বখাটেরা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩২ পিএম

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষককে পেটাল বখাটেরা

হামলা। প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে চোখের সামনে নিজের ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় একদল বখাটের হাতে প্রহৃত হয়েছেন মাদ্রাসা শিক্ষক মওলানা শাহাজুদ্দিন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তিনি শ্যামনগর কাশিমারি মহিলা মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক ও ঘোলা গ্রামের বাসিন্দা। 

তার সহকর্মীরা জানান, মঙ্গলবার বিকালে মওলানা শাহাজুদ্দিন তার মাদ্রাসার পরীক্ষার্থী ছাত্রীদের নিয়ে একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘোলা গ্রামে আসতেই স্থানীয় সোলায়মান সরদারের ছেলে খালিদ হাসান আতাহারের নেতৃত্বে একদল বখাটে গাড়িটি থামিয়ে মেয়েদের টানা-হেঁচড়া ও উত্ত্যক্ত করতে থাকে। 

শিক্ষক শাহাজুদ্দিন প্রতিবাদ করে গাড়ি থেকে নেমে পড়েন। তাকে এ সময় বখাটেরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। রক্তাক্ত অবস্থায় তিনি ও ছাত্রীরা চিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

শিক্ষক শাহাজুদ্দিন জানান, খালিদ হাসান আতাহার রাস্তাঘাটে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে। সম্প্রতি এমন এক ঘটনায় সে গ্রামের মানুষের কাছে মাফ চেয়ে রক্ষা পায়। শিক্ষক শাহাজুদ্দিন এ সব ঘটনায় আতাহারকে বকাবকি করেন। এতে আতাহার আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত ছিল। 

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, শিক্ষক শাহাজুদ্দিন এ ঘটনায় খালিদ হাসান আতাহারের নাম উল্লেখ করে ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি বলে জানান তিনি।

সাতক্ষীরা উত্যক্ত মাদ্রাসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম