Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে ছাত্রীদের পর্নো দেখতে বাধ্য করায় শিক্ষক বরখাস্ত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৬ এএম

সুনামগঞ্জে ছাত্রীদের পর্নো দেখতে বাধ্য করায় শিক্ষক বরখাস্ত

শিক্ষক গিয়াস উদ্দিন। ছবি: যুগান্তর

সুনামগঞ্জে একটির বিদ্যালয়ে ছাত্রীদের পর্নো ভিডিও দেখানো ও যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন হয়রানির শিকার হওয়া এক ছাত্রীর বাবা।

এদিকে বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, শহরতলির মাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অষ্টম শ্রেণির চার ছাত্রীকে বিভিন্ন সময়ে গাইডবই দেয়ার নামে বিদ্যালয়ের ছাদে নিয়ে পর্নো ভিডিও দেখতে বাধ্য করা, নানা অজুহাতে শরীরে হাত দেয়া, যৌনপীড়নের অভিযোগে এক অভিভাবক মামলা করেছেন। 

বুধবার সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল হয়রানির শিকার চার ছাত্রীর ২২ ধারার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকালে চার ছাত্রীকে পর্নো ছবি দেখানো ও যৌন হয়রানির অভিযোগে ওই প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দেয় অভিভাবকসহ স্থানীয় লোকজন।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক একেএম সাফায়েত আলম বলেন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

পর্নো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম