ফরিদগঞ্জে ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী জয় ও শামীম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫০ পিএম
ফরিদগঞ্জে ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী জয় ও শামীম
|
ফলো করুন |
|
|---|---|
২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত শামীম হোসেন পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জবাসী। তাদের ভালোবাসায় সিক্ত দুই তরুণ ক্রিকেটার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরির সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রিকেট কমিটির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, এ এইচ এম হারুন, চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রধান শামীম ফারুকী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আকবার হোসেন মনির প্রমুখ।
তাৎক্ষণিক সংবর্ধনার জবাবে শামীম হোসেন ও মাহমুদুল হাসান জয় বলেন, নিজের উপজেলাবাসীর ভালোবাসা পেয়ে আমরা আবেগ আপ্লুত। তাদের এই ভালোবাসা আমাদের আরও ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করবে।
এর আগে মোটরসাইকেলসহ ক্লেমন ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী লোকজন শোভাযাত্রার মাধ্যমে শামীম হোসেন পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়কে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে নিয়ে আসেন।
