Logo
Logo
×

সারাদেশ

হাজীগঞ্জে গয়েশ্বরের সম্মেলনে পুলিশি বাধা

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৫ পিএম

হাজীগঞ্জে গয়েশ্বরের সম্মেলনে পুলিশি বাধা

জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাস ভবন প্রাঙ্গণে পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন পুলিশি বাধার মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুমতি না নেয়ায় বিএনপির এই সম্মেলন বাধার সম্মুখীন হয়।  

তবে হাজীগঞ্জ থানা ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিএনপির অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নাই।

তবে সম্মেলনের সংলগ্ন এলাকায় এবং প্যান্ডেলের মূল ফটকে পুলিশের অবস্থান দেখা গেছে। 

শুক্রবার বিকালে ঘরোয়া পরিবেশে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির সমন্বয়ক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অধ্যাপক মাওলানা নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শুক্রবার সকাল থেকে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন স্থল জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাস ভবন প্রাঙ্গণে পুলিশি টহল দেখা গেছে। দূর থেকে আসা নেতাকর্মীরা পুলিশের বাধায় সভাস্থলে প্রবেশ করতে পারেনি।  

এর আগে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির মিলন মেলা হবে। ওই সময় দুই উপজেলার চার ইউনিট হাজীগঞ্জ উপজেলা ও পৌর এবং শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হবে।

শুক্রবার দুপুর ১২টায় জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক  মোজাম্মেল হক চৌধুরী মহন বলেন, অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশ  রয়েছে। আমাদের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। সভাস্থলে এখনও এক-দেড় হাজার নেতাকর্মী রয়েছেন বলে তিনি জানান।

চাঁদপুর শাহরাস্তি বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম