চুয়াডাঙ্গায় ভারতীয় শূকরের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা!
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ পিএম
বুনো শূকর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী এলাকার ভুট্টা ক্ষেতে ভারতীয় বুনো শূকরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষকরা।
প্রতি রাতে ও দিনে ভারতীয় সীমান্তের তার কাঁটার নিকট অবস্থানরত বুনো শূকর বাংলাদেশের দর্শনা জয়নগর ও নিমতলী সীমান্ত দিয়ে মাঠে প্রবেশ করছে।
এরপর ভুট্টার সদ্য মোচা খেয়ে ও কেটে নষ্ট করে দিচ্ছে। এতে ভুট্টা চাষিরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। ভুট্টার ক্ষতি বাঁচাতে রাত জেগে কৃষকদের দিতে হচ্ছে পাহারা। মঙ্গলবার সকালে জয়নগর মাঠে ভুট্টা ক্ষেত থেকে একটি বুনো শূকরকে পিটিয়ে হত্যা করেছেন কৃষকরা।
ভুট্টা চাষি তকবুল হোসেন বলেন, গত ১৫ দিন ধরে রাতে ভারতীয় সীমান্তে থেকে বুনো শূকর এসে জয়নগর ও নিমতলী সীমান্তবর্তী মাঠে প্রবেশ করে ভুট্টার সদ্য মোচা খেয়ে ও কেটে নষ্ট করে দিচ্ছে। উপায় না পেয়ে ভুট্টার ক্ষতি বাঁচাতে আমরা কিছু কৃষক রাত জেগে পাহারা দিচ্ছি।
এর মধ্যে ভুট্টা চাষে ক্ষতি হয়েছে ইশ্বরচন্দ্রপুরের জাহিদুলের ১০ কাঠা জমি, জয়নগরের আশাদুলের ১ বিঘা, তকবুল হোসেন ২ বিঘা ১০ কাঠা জমি, শ্যামপুরের সাংবাদিক ইকরামুল হক পিপুলের ১০ কাঠা জমি, ছাত্তার বিশ্বাসের জামাইয়ের ১ বিঘা ৫ কাঠা জমি।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার কাজী ইয়াসির আরাফাত বলেন, কৃষকরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
