Logo
Logo
×

সারাদেশ

জগন্নাথপুরে ইজিবাইকের সঙ্গে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০ পিএম

জগন্নাথপুরে ইজিবাইকের সঙ্গে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে অসাবধানতা বশত ইজিবাইকের (টমটম) মোটরের সঙ্গে কাপড় গলায় পেঁচিয়ে হাজেরা বিবি (৬৮) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের হাবিবনগর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাজেরা বিবি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আবদুল ওয়াহিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, হাজেরা বিবি ওই ইজিবাইকের যাত্রী ছিলেন। অসাবধানতা বশত ইজিবাইকের মোটরের সঙ্গে তার পরনের কাপড় গলায় পেঁচিয়ে যায়। এতে তিনি আহত হন। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, এটি অসাবধানতা বশত দুর্ঘটনা।

সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম