Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক আগুন

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩ পিএম

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক আগুন

আগুন। প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী কুতুব উদ্দিন পাটোয়ারীর বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যার উপজেলা অর্জুনতলা ইউপির ছিলোনিয়া আবদুল হক প্রকাশ (কালু মিয়ার) পাটোয়ারী বাড়িতে ঘটে।

এতে মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কুতুব উদ্দিন পাটোয়ারি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুব উদ্দিন পাটোয়ারী জানান, তিনি ঘটনার সময় ব্যবসায়িক কাজে চৌমুহানী যান। মোবাইল ফোনে খবর পায় বাড়িতে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা লোকজন ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তবে আগুন লাগার কোনো কারণ তিনি খুঁজে পাননি। ওই ঘরে বিদ্যুতের কোনো লাইন নেই, বাড়িতে আগুন লাগতে পারে এ রকম কোনো কিছু নেই। রহস্যজনক এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, গত কিছু তিন আগে রাতে অন্ধকারে ঘর থেকে একাটি গাভী চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

নোয়াখালী আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম