মাগুরায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ টুলু রাহা না ফেরার দেশে
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগুন পোহাতে গিয়ে দগ্ধ মাগুরা শহরের সাহা পাড়ার বাসিন্দা বৃদ্ধ টুলু রাহা (৭০) মারা গেছেন।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত টুলু রাহার পারিবারিক সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি টুলু রাহা বাড়িতে তৈরি আগুনের কুণ্ডলী থেকে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এমন সময় অসতর্ক অবস্থায় শরীরে জড়ানো চাদরে আগুন লেগে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করেন।
টুলু রাহার ছেলে শশী রাহা জানান, বাবার শরীরের ৩০ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায় এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তিনি ঢাকায় এতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
