সরকার শিক্ষা খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে : সুজিত নন্দী
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ পিএম
ফরক্কাবাদ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সুজিত রায় নন্দী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘শিক্ষা খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে শেখ হাসিনার সরকার। এই সরকার শিক্ষাবান্ধব। এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।’
শনিবার চাঁদপুর সদর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক -১৮ পাওয়া প্রতিষ্ঠানটির সাবেক মেধাবী ছাত্র ইমাম হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সুজিত রায় নন্দী বলেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুশিক্ষিত সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হচ্ছে। এ সরকার শিক্ষার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেছে।’
ফরক্কাবাদ বিদ্যাপীঠের সাবেক ছাত্র ইমাম হোসেনের সাফল্যের কথা উল্লেখ করে সুজিত রায় নন্দী আরও বলেন, ‘অজ পাড়াগাঁয়ের প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর শিক্ষানীতি কারণে মূল্যায়ন হচ্ছে। সঠিক মেধার বিকাশে ঘটিয়ে সুশিক্ষিত মানুষ গড়তে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সাবেক মেধাবী ছাত্র ইমাম হোসেনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইমাম হোসেন বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সৈয়দ আহমেদ পাটোয়ারী ও বিশিষ্ট ব্যবসায়ী ও ফরক্কাবাদ ডিগ্রী কলেজের স্থায়ী দাতা সদস্য মো. নাসিমউদ্দিন।
আরো বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই প্রধান শিক্ষক আমিনুল হক বিএসসি ও রুহুল আমিন হাওলাদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী ও সাবেক ছাত্র ইমাম হোসেন।
অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সব সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
