Logo
Logo
×

সারাদেশ

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, অনিশ্চয়তায় রাজবাড়ীর ১০১ পরীক্ষার্থী

Icon

হেলাল মাহমুদ, রাজবাড়ী থেকে

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৩:৫৬ পিএম

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, অনিশ্চয়তায় রাজবাড়ীর ১০১ পরীক্ষার্থী

রাজবাড়ীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০১ জন পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউট কেন্দ্রে এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ভুল প্রশ্নপত্রের সেটে পরীক্ষা গ্রহণ করা হয়। ওই পরীক্ষা কেন্দ্রের সাব-সেন্টারে (তমিজুদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়) সঠিক প্রশ্নপত্র দ্বারা পরীক্ষা গ্রহণ করা হলেও মূল পরীক্ষা কেন্দ্র খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সিরাজুদ্দিন বিশ্বাস ভুল প্রশ্নপত্রের সেট দিয়ে পরীক্ষা গ্রহণ করেন।

ওই কেন্দ্রে ভুল প্রশ্ন সেটে খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়, রাজাপুর ইয়াসিন উচ্চবিদ্যালয়, কোলা সদরউদ্দিন উচ্চবিদ্যালয়, আলহাজ্ নিজাম উদ্দিন আহম্মদ উচ্চবিদ্যালয়, বরাট বালিকা উচ্চবিদ্যালয় ও আহলাদীপুর উচ্চবিদ্যালয়ের মোট ১০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রে বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সেট কোড ০১ (কাশ্মীর) প্রশ্নপত্র দ্বারা পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু শুধু সুরাজ মোহিনী ইন্সটিটিউটে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সেট কোড ০৩ (সোয়াত) প্রশ্নপত্র দ্বারা কেন্দ্র সচিব সিরাজুদ্দিন বিশ্বাস পরীক্ষা গ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে পরীক্ষার্থীরা অন্যান্য কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে তাদের প্রশ্নপত্রে মিল নেই। তখন তারা তাদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়টি বুঝতে পারে। অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। অভিভাবকদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।

কেন্দ্র সচিব সিরাজুদ্দিন বিশ্বাস ঘটনাটি ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে পরীক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে বরাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত পাল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে।

অভিযুক্ত কেন্দ্র সচিব সিরাজুদ্দিন বিশ্বাস বলেন, ভুলবশত এটা ঘটেছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি অবহিত করার পর তারা দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান বলেন, ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের ঘটনাটি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান জানান, এ ব্যাপারে আজই ইউএনওর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। এতে ৭ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম