দুই হাতের রগ কেটে গোপালগঞ্জে পরিবহন শ্রমিককে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৪:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে গোলাম মওলা কাজী (৩০) নামে এক পরিবহন শ্রমিককে দুই হাতের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘোষেরচর লেকপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মওলা কাজী ঘোষেরচর কলাবাগান এলাকার মৃত আবদুল মান্নান কাজীর ছেলে।
নিহতের বড় ভাই মনির কাজী বলেন, আমার খালাতো ভাই সাদেক খান ও আলামিন খান ছোট ভাই মওলাকে মোবাইল ফোনে লেকপাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে ৪-৫ জন মিলে তাকে কুপিয়ে জখম করে এবং দুই হাতের রগ কেটে লেকের মধ্যে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মওলাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
গোলাম মওলার আরেক ভাই মাসুদ কাজী জানান, জমিজমা নিয়ে খালাতো ভাই সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসলাম খানের ছেলে সাদেক খান ও আলামিন খানের সঙ্গে মওলার বিরোধ ছিল।
গোপালগঞ্জ থানার এসআই পরিদর্শক মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। মওলার দুই হাতের রগ কেটে দেয়ার পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গোলাম মওলা কাজী পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। জমিজমা নিয়ে বিরোধ কিংবা মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।
