Logo
Logo
×

সারাদেশ

গোমতী নদীর বাঁধে বস্তাবন্দি কিশোরের লাশ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:২১ এএম

গোমতী নদীর বাঁধে বস্তাবন্দি কিশোরের লাশ

ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় বস্তাবন্দি অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যয়নি। তবে তার বয়স আনুমানিক ১৪-১৫ বছর হবে।

গত দুদিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে বস্তাবন্দি করে প্রতিরক্ষা বাঁধের নিচে পাতা দিয়ে মরদেহ ঢেকে চলে যায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে একটি বস্তা গত দুদিন ধরে পাতা দিয়ে ঢাকা ছিল।

রোববার দুপুর থেকে দুর্গন্ধে পুরো এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। স্থানীয় উৎসুক লোকজন কাছে গিয়ে দেখতে পান বস্তায় বাঁধা অবস্থায় একটি মরদেহ। তখন স্থানীয় লোকজন বুড়িচং থানা পুলিশে খবর দেন।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ খান বলেন, গত দু-একদিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কোথাও গলা কেটে হত্যা করে মরদেহ এখানে এনে ফেলে দিয়ে চলে যায়।  

এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক পিপিএম বলেন, মরদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুমিল্লা নিহত লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম