Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে নির্মাণাধীন কলেজের গেট ধসে নিহত ৪

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:৫২ পিএম

সিরাজগঞ্জে নির্মাণাধীন কলেজের গেট ধসে নিহত ৪

নিমাণাধীন গেট। ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। 

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার গুল্টা বাজারে শহীদ এম. মনছুর আলী কলেজে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের আলীর ছেলে তোজাম আলী (৬০), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতানের ছেলে রাশিদুল ইসলাম (২৫), বগুড়ার শেরপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলার গরুর ব্যাপারী খাদেম আলী(৫০)। 

তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসে। হাটে আগতরা ওই কলেজ গেট দিয়ে চলাচল করার সময় হঠাৎ গেটটি ধসে পড়ে। 

এতে আটজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে চারজন মারা যান। 

এ ঘটনার পর স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

সিরাজগঞ্জ নিহত কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম